নিউজ ডেস্ক , ১৬ ডিসেম্বর : সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুত করতে ও জনসংযোগ গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে রাজনৈতিক দলগুলি ৷ এরই মাঝে তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার জলপাইগুড়ির পর বুধবার কোচবিহারে কর্মীসভা করেন মুখ্যমন্ত্রী। এদিন সভামঞ্চ থেকে কেন্দ্রের বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি এদিন নাম না করে দলছুটদের নিন্দায় সরব হন নেত্রী। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শীলভদ্র দত্তের মতো প্রথম থেকে তৃণমূলে থাকা বেশ কয়েকজন নেতা দল ছাড়ার পরই সংগঠনের সমালোচনায় সরব হচ্ছেন। সেই তালিকা ক্রমাগত লম্বা হওয়ায় আপাত ভাবে বিজেপির পাল্লাভারী বলেই ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এ দিনের সভা থেকে নেত্রী বলেন, “দলে যাঁরা প্রথম থেকে ছিলেন, তাঁরা এখনও আছেন। কেউ কেউ জোয়ারে আসে আর ভাটায় চলে যায়। তাতে কিছু যায়-আসে না”।
তিনি আরও বলেন, থাকার ইচ্ছা না থাকলে দল থেকে বেরিয়ে যেতেই পারেন। নেত্রীর কথায়, “দু’একজন চলে যায়। জামা-কাপড় বদলানো যায়, কিন্তু আদর্শ বদলানো যায় না”। এদিন নাম করে বিক্ষুব্ধদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী এও বলেন, “১০ বছর ধরে সরকারে থেকে খেলেন, ভোটের মুখে এর, ওর সঙ্গে কথা? ভোটের আগে বোঝাপড়া করে বিরোধিতা করবেন না। আমরা বরদাস্ত করব না”। যদিও সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার দল থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী।