নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : কিছুদিন আগেই ত্যাগ করেছিলেন রাজ্যমন্ত্রীসভার সদস্য পদ। মন্ত্রীত্ব ছাড়ার পর বুধবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন তিনি। এবার বৃহস্পতিবার ছাড়লেন তৃণমূলের সদস্যপদও। এদিন তাঁর দলের সদস্য পদের ত্যাগপত্র পাঠিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। উল্লেখ্য সমস্ত জল্পনা ও কল্পনা অবসান করে কিছুদিন আগেই পরিবহণ, সেচ সহ দায়িত্বে থাকা সমস্ত দফতরের মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন পূর্বমেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারী।
এরপর বুধবার তৃণমূল নেত্রী যখন উত্তরবঙ্গ সফরে ব্যস্ত সেই সময় বিধানসভায় গিয়ে শুভেন্দু বাবু বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। বৃহস্পতিবার ছাড়লেন তৃণমূলের সদস্য পদও। সেই চিঠি পাঠিয়েছেন দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জির স্ট্রিটের ঠিকানায়। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দূরত্ব ক্রমেই বাড়ছিল। কিছুদিন আগে শুভেন্দু বাবু বিভিন্ন সরকারি পদ থেকে নিজে থেকে সরে দাঁড়ালে সেই জল্পনা আরও তীব্র হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানাভাবে শুভেন্দু বাবুর সাথে কথাবার্তা চালিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভবপর হয়নি। তবে শুভেন্দু বাবু বিধায়ক পদ ও তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা না দেওয়ার কারনে রাজ্য রাজনীতির পারদ ক্রমেই চড়ছিল।