নিউজ ডেস্ক , ১৬ ডিসেম্বর : লাগামহীন জল্পনা ও বিতর্কে জল ঢেলে অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে ইস্তফা পত্র জমা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গ সফরে ব্যস্ত সেই সময় বিধানসভায় গিয়ে শুভেন্দু বাবুর এই ইস্তফা প্রদান রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তবে এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। তিনি এদিন অনেক আগেই বিধানসভা থেকে বেরিয়ে গিয়েছিলেন। ফলে এদিন শুভেন্দু বাবু তার ইস্তফা পত্রটি জমা দিয়ে যান বিধানসভার সচিব অভিজিৎ সোমের হাতে। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দূরত্ব ক্রমেই বাড়ছিল। কিছুদিন আগে শুভেন্দু বাবু বিভিন্ন সরকারি পদ থেকে নিজে থেকে সরে দাঁড়ালে সেই জল্পনা আরও তীব্র হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানাভাবে শুভেন্দু বাবুর সাথে কথাবার্তা চালিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভবপর হয়নি। তবে শুভেন্দু বাবু বিধায়ক পদ ও তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা না দেওয়ার কারনে রাজ্য রাজনীতির পারদ ক্রমেই চড়ছিল।