বিধানসভা ভোটের আগে দক্ষিণ দিনাজপুরের তিন প্রভাবশালী নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

বিধানসভা ভোটের আগে দক্ষিণ দিনাজপুরের তিন প্রভাবশালী নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা,  দক্ষিণ দিনাজপুর, ১৮ অক্টোবর : দল বিরোধী কাজের অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলার তিন প্রভাবশালী নেতাকে বহিষ্কার করল বর্তমান জেলা নেতৃত্ব। শুভাশিস পাল ওরফে সোনা পাল, সুনির্মল জ্যোতি বিশ্বাস এবং দেবাশিস মজুমদার ওরফে দেবা, এই তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি গৌতম দাস।

সামনেই বিধানসভা। ভোট বিরোধীরা যখন নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে ঠিক সেই সময় দল বিরোধী কাজের অভিযোগে তিন প্রভাবশালী নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার বহিষ্কৃত এই তিন নেতা হলেন শুভাশিস পাল ওরফে সোনা পাল, সুনির্মল জ্যোতি বিশ্বাস এবং দেবাশিস মজুমদার ওরফে দেবা৷ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে দলে থেকে পদের অপব্যবহার করার অভিযোগে গত ২৪ শে আগষ্ট ওই তিন তৃণমূল নেতাকে শোকজ করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেস গৌতম দাস জানিয়েছেন, শোকজের যে উত্তর তিজ নেতা দিয়েছেন তাতে জেলা কমিটি সন্তুষ্ট না হ‌ওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হল। উল্লেখ্য কয়েক মাস আগে অর্পিতা ঘোষের জায়গায় নতুন তৃণমূল জেলা সভাপতি হন গৌতম দাস। তবে আগের কমিটিতে শুভাশিস পাল ওরফে সোনা এবং দেবাশিস মজুমদার ওরফে দেবা দুজনেই জেলা কার্যকরী সভাপতি ছিলেন। সুনির্মল জ্যোতি বিশ্বাস এর আগে তৃণমূলের জেলা সম্পাদক ছিলেন। দলের তিন গুরুত্বপূর্ণ নেতাকে বহিষ্কার করার নেপথ্যে অন্তর্কলহ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই ঘটনায় দলের জেলা চেয়ারম্যান ও সভাপতির বিরুদ্ধে সরব হয়েছেন বহিষ্কৃত নেতা দেবাশিস মজুমদার ওরফে দেবা। তাঁর দাবি, চেয়ারম্যান দলে নিজের পথ পরিষ্কার করে পরিবারতন্ত্র কায়েম করতেই তাদের বহিষ্কার করেছে। অপরদিকে, জেলা সভাপতি গৌতম দাসকে কংগ্রেস-বাম জোটের বিধায়ক বলেও কটাক্ষ করেন তিনি।

Next Post

হিন্দুদের প্রতি বিদ্বেষ শেখানো হচ্ছে পাকিস্থানে ! অভিযোগ জমা পড়ল জাতিসংঘে

Sun Oct 18 , 2020
নিউজ ডেস্ক , ১৮ অক্টোবর :  পাকিস্তানের বিভিন্ন বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই হিন্দু ও ইহুদি সম্প্রদায়সহ অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মানুষদের প্রতি পড়ুয়াদের ঘৃণা,হিংসা করতে শেখানো হয় বলে অভিযোগ তুললেন  বেলুচ আন্দোলনের নেতা মুনির মেনগাল। সম্প্রতি, জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন অভিযোগ করেন বেলুচ ভয়েস অ্যাসোসিয়েশনের সভাপতি মুনির মেনগাল। […]

আপনার পছন্দের সংবাদ