নিজস্ব সংবাদদাতা , কুশমন্ডি , ১৩ অক্টোবর : বন্যার কবলে পড়ে সর্বস্বান্ত দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের বিভিন্ন অঞ্চলের চাষীরা ৷ বিস্তীর্ণ চাষের জমি বন্যার জলে ডুবে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরব হয়েছেন চাষীরা। যদিও এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস।
পুজোর মুখে চাষের জমি বন্যার কবলে পড়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা। জানা গেছে কুশমন্ডি ব্লকের করণজি এবং বলরামপুর এলাকার বিস্তৃর্ণ চাষের জমি এখনও জলমগ্ন হয়ে রয়েছে। ফলে মাথায় হাত চাষীদের। উল্লেখ্য সম্প্রতি টানা নিম্নচাপের বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় উত্তরবঙ্গে। টাঙ্গন ও আত্রেয়ী নদীর জলে প্লাবিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক। তার মধ্যে কুশমন্ডি ব্লক ও বংশীহারি ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় ক্ষতির মুখে পড়েন চাষীরা। প্রায় ৩০০ একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। কিভাবে এই ক্ষতি সামাল দেবেন তারা তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না চাষিরা। মঙ্গলবার ওই দুই এলাকাতে গিয়ে দেখা গেল অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন চাষীরা।
কৃষি জমিতে বন্যার জল প্রবেশ করায় সেই জমি পুনরায় চাষাবাদযোগ্য করে তুলতে কৃষকদের শুধু অর্থ ব্যয় করাই নয়, অনেকটা সময় নষ্ট হবে বলে জানিয়েছেন চাষীরা। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। এদিকে কুশমন্ডি পঞ্চাশ সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস জানিয়েছেন এবিষয়ে জেলার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি অসহায় কৃষকদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তা সমীক্ষা করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।