
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ৪ এপ্রিল : ২২শে এপ্রিল ষষ্ঠ দফার নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার শুরু করেছে ইটাহার বিধানসভার তৃনমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন।
রবিবার ইটাহার বিধানসভা কেন্দ্রের সুরুন এক অঞ্চলের বালিজোল,পাজল সহ বিভিন্ন এলাকায় কোথায় পথ সভা, কোথাও পায়ে হেঁটে আবার কোথাও সুসজ্জিত হুড খোলা গাড়িতে রোড শো করে প্রচার করেন প্রার্থী। এদিন ইটাহার ব্লকের ইন্দ্রান গ্রামে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি বিভিন্ন দল ছেড়ে প্রায় শতাধিক কর্মী সমর্থক এদিন তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদাকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রার্থী মোশারফ হোসেন। উত্তম দাস, আসলাম আলি, বিউটি বেগম, অনিতা দাস, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বিধানসভা নির্বাচনে জেতার বিষয়ে আশা প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন।
