নিউজ ডেস্ক , করণদিঘি , ২৯ সেপ্টেম্বর : উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের ৩ টি পঞ্চায়েত এলাকা প্লাবিত হল নাগর নদীর জলে। ফলে বহু মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। মঙ্গলবার ব্লক প্রশাসন থেকে উদ্ধার কাজ চালানো হয় বিভিন্ন দুর্গত এলাকায়৷ পাশাপাশি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
চারদিকে জল আর জল। ২০১৭ র ভয়াবহ বন্যার স্মৃতি উস্কে দিল এবারের নিম্নচাপের বৃষ্টি। উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকে গ্রামের পর গ্রাম নাগর নদীর জলের তলায়। ডুবে গিয়েছে চাষের কৃষি জমিও। করণদিঘি ব্লকের ৩ টি গ্ৰাম পঞ্চায়েত রসাখোয়া ২, আলতাপুর ১ নং ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মতিগঞ্জ, রাঘবপুর, কালিতলা, বিলাসপুর, সালমারি, মিলটোলা সহ বির্স্তৃণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গিয়েছে রাস্তাঘাট। রাস্তার ওপর দিয়েই তীব্র স্রোতে জল যাচ্ছে বিভিন্ন গ্রামে। ফলে বহু মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। ইতিমধ্যেই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হলেও মঙ্গলবার স্পীড বোর্ড করে বিভিন্ন গ্রামাঞ্চলে উদ্ধার কাজ চালায় প্রশাসন।
এদিন সকাল থেকেই করণদিঘির বিডিও বিজয় মোক্তান নিজে বন্যা কবলিত এলাকার পরিদশন করেন। গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে গ্রামবাসীদের সাথে কথা বলেন তিনি। দূগত মানুষদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ শিবির খোলা, শুকনো খাবার সহ রান্না করা খাবার, ওষুধ ও পানীয় জল দুর্গতদের পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিডিও বিজয় মোক্তান। অন্যদিকে দুর্গত গ্রামবাসীরা বলেন বন্যায় চাষিদের ব্যাপক ক্ষতি হল। জলে তলায় ডুবে রয়েছে বিঘার পর বিঘা জমি। জলের তোড়ে রাস্তা কেটে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন গ্রামে।