নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টিপাতের ফলে উত্তর দিনাজপুর জেলার, নাগর নদীতে জল বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে ফলে, রায়গঞ্জ ব্লকের ৭ নং শীতগ্রাম গ্রা:প: এর মহিগ্রাম, দক্ষিণ মহিগ্রাম, কৃষ্ণমুড়ি,ঘাগড়া,সুকুতলা ও শিয়ালতর সংসদে ভয়ানক অকাল বন্যার সৃষ্টি হয়েছে। প্লাবিত হওয়ার ফলে সাধারণ মানুষের বাসস্থান, খাদ্য,পানীয় জল সহ নানা বিবিধ সমস্যার সম্মূখীন হতে হচ্ছে জলমগ্ন বাসিন্দাদের ।
তাই এই বিপদের দিনে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাক্তিগত উদ্যোগে এগিয়ে আসলেন রায়গঞ্জ ব্লকের ৭ নং শীতগ্রাম গ্রা:প: এর তৃনমূলের অঞ্চল প্রেসিডেন্ট জনাব একতেখার আলী মহাশয়। একতেখার আলী মহাশয় জানিয়েছেন মানুষের সমস্যার কথা ভেবে ব্যাক্তিগত উদ্যোগে আজ দক্ষিণ মহিগ্রাম,মহিগ্রাম ও কৃষ্ণমুড়ি এলাকায় প্রায় হাজার দুয়েক জলমগ্ন এলাকাবাসীদের মধ্যে খিচুড়ি ও পানীয় জলের ব্যাবস্থা করেন। তিনি আরোও জানান, এই কর্মসূচি সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগেই তিনি করছেন এবং আগামী দিনে আরো মানুষের মধ্যে খিচুড়ি ও পানীয় জল বিতরণ করা হবে।
বিপদের দিনে শুভাকঙ্খি অঞ্চল প্রেসিডেন্ট একতেখার আলীকে পাশে পেয়ে জনগণ আপলুত। জলমগ্ন জনসাধারণ ত্রিপলের দাবী জানিয়েছেন। একদিকে করোনা মহামারীর প্রকোপ, কাজকর্ম হারিয়ে জমানো টাকা থেকে সংসার চালাতে তারা রীতিমত হিমশিম খাচ্ছে তার উপর বৃষ্টির জলে বন্যা যেন তাদের স্বাভাবিক জীবন কে দুমড়ে মুচড়ে দিচ্ছে এমন দিনে প্রশাসনের সাহায্য চাইছে এলাকাবাসী ।