হরিশ্চন্দ্রপুর, ১২ জুলাই : এলাকায় নেই জলনিকাশী ব্যবস্থা। ফলে বৃষ্টির জলে জলমগ্ন গোটা এলাকা। যেকারণে হাটাচলা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোল এলাকার বাসিন্দাদের। রাস্তার জমা জল ঢুকে পড়ছে বাড়ি ঘরে। যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। বাড়ছে মশামাছির উপদ্রবও।
এই রাস্তা দিয়েই বাজার,পঞ্চায়েত দফতর ,স্কুল,ব্যাংক সহ বিভিন্ন দরকারী জায়গায় যেতে হয় এলাকার কয়েকশো বাসিন্দাদের। ফলে জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে দূর্ভোগে পড়তে হচ্ছে তাদের। প্রায় দেড় দশক ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এই সমস্যার সমাধানে বারংবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোন কাজ না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।স্থানীয় বাসিন্দা জর্জিস আলি জানান, দীর্ঘ পনেরো বছর ধরে এই সমস্যায় ভুক্তভোগী এলাকাবাসী। শুরু হতেই তাদেরকে চরম সমস্যায় পড়তে হয়। পঞ্চায়েত, জেলা পরিষদকে জানিয়েও হচ্ছে না কোনো সমাধান।যদিও এব্যাপারে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আব্বাস আলী জানান,এলাকায় গিয়ে পরিদর্শনও করে এসছেন তিনি। আপাতত এখন পঞ্চায়েত থেকে পাম্প সেট লাগিয়ে জল নিকাশের ব্যবস্থা করা হয়েছে। যদিও এলাকায় নিকাশী নালা নির্মাণ করা পঞ্চায়েতের পক্ষে সম্ভবপর নয়।এব্যাপারে জেলা পরিষদকে জানানো হয়েছে। অন্যদিকে জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী জানান, জেলা পরিষদ থেকে ৩০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি পাঁকা করা হয়েছে।জল নিকাশের কোনো ব্যবস্থা না থাকায় জল জমে সমস্যা হচ্ছে। ইতিমধ্যে নিকাশী নালা নির্মাণে টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
আরও খবর পড়ুন : ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য