নিউজ ডেস্ক , গোয়ালপোখর , ২৯ সেপ্টেম্বর : এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবী মেনে অবশেষে ইংরেজী মাধ্যমে মডেল স্কুল হওয়ায় খুশির আবহ এলাকাজুড়ে।
রাজ্যসরকারের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দুই নম্বর ব্লকের চাকুলিয়ার প্রত্যন্ত এলাকায় পাঁচ বিঘা জমির ওপর ইংরেজী মাধ্যম মডেল স্কুল হাওয়ায় খুশি এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু অভিভাবকেরা।
এলাকাবাসীদের অভিযোগ, বাম আমলে বহু বার ইংরেজী মাধ্যম স্কুল নিয়ে আলোচনা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এক সময় তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিলেন জনসভা করতে এবং সেখানেও স্কুল নিয়ে আলোচনা হলেও অবশেষে তা আর বাস্তবায়িত হয় নি। তবে পালাবদলের পর ধীরে ধীরে রাজ্যে উন্নয়ন শুরু হয়। বিভিন্ন দল ছেড়ে শয়ে শয়ে মানুষ যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। এরপরই অবশেষে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীর উদ্যোগে এলাকায় তৈরি হয় ইংরেজি মাধ্যমের মডেল স্কুল।
উল্লেখ্য, এর আগে ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্যে এলাকার ছাত্র ছাত্রীদের এলাকার বাইরে গিয়ে পড়াশোনা করতে হতো। তাছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা অত্যন্ত ব্যয়বহুল। যা এলাকাবাসীদের সামর্থ্যের বাইরে। তাই সরকারি ভাবে এলাকায় ইংরেজি মাধ্যম স্কুলে হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। সরকারি তহবিলের প্রায় চার কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্দে এই মডেল স্কুল তৈরী হয়েছে। খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।