
নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট, ১০ মার্চ : বাড়ি থেকে চলাচলের একমাত্র রাস্তা চলে গিয়েছে পুকুরের গ্রাসে। ফলে দীর্ঘ এক মাস ধরে গৃহবন্দী বালুরঘাটের ১৫ নম্বর ওয়ার্ডের একটি পরিবার। অন্যের জমির উপর দিয়ে চলাচল করলেও সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। অসহায় ওই পরিবারটি এবিষয়ে পৌরসভাকে জানানো হলেও তারা কোনো সুরাহা করে দেয়নি বলে অভিযোগ।
বালুরঘাট পুরসভা এলাকার বাসিন্দা হয়েও, রাস্তার অভাবে দীর্ঘ এক মাস ধরে গৃহবন্দী। গত একমাস ধরে বালুরঘাট পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী এলাকায় বিশ্বজিৎ রায়ের পরিবারের একমাত্র চলাচলের রাস্তাটি পুকুরের গ্রাসে। রাস্তাটি পুকুরে ধসে যাওয়ার ফলে অন্যের জায়গার উপর দিয়ে চলাচল করতেন। কিন্তু সেই জায়গা ঘেরা দেওয়ায়, সেই রাস্তাও বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই পরিবার দীর্ঘ এক মাস ধরে গৃহবন্দি অবস্থায় রয়েছেন। বালুরঘাট পৌরসভাকে পুকুরে ধসে যাওয়া সরকারি রাস্তাটি সংস্কারের দাবি জানালেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ । ফলে, সেই পরিবার অত্যান্ত চরম অবস্থার মধ্যে দিয়ে জীবন যাপন করছে। বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন হরিপদ সাহা জানান, রাস্তাটি ব্যক্তিগত নাকি পৌরসভার তা খতিয়ে দেখতে হবে। এখন নির্বাচনী বিধি থাকায় কিছু করা যায় কি না তা দেখা হচ্ছে।
