আরসিটিভি সংবাদ : গ্যাস সিলিন্ডারে আগুন লাগায় শরীর ঝলসে গেল চার জনের। জখমদের মধ্যে রয়েছে সিলিন্ডার সরবরাহকারী ভ্যাচালকলক ও এক অষ্টম শ্রেণীতে পাঠরতা কিশোরীও।
ঘটনাটি ঘটেছে বালুরঘাটের রঘুনাথপুর এলাকায়। ভাগ্যক্রমে গ্যাস সিলিন্ডার ফাটে নি৷ যার ফলে বড়সড় দুর্ঘটনা এড়িয়ে গেছে৷ এদিন সকালে বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকার রণজিৎ সাহার বাড়িতে ভ্যানচালক গ্যাস সিলিন্ডার সরবরাহ করছিলেন।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত পরীক্ষার্থীর বাড়িতে জেলা প্রশাসনের আধিকারিকরা
রান্না ঘরে গ্যাস সিলিন্ডারটি দিয়ে সেটির রেগুলেটর পরীক্ষা করতে গিয়ে ওভেন আচমকা আগুন ধরে যায়। তাতেই দেখা দেয় বিপত্তি। ঘটনাস্থলে দুই নাবালক ও ভ্যানচালক সহ ৪ জন জখম হন। ভ্যানচালক অমর কর্মকার গুরুতর জখম হয়েছেন। চারজনকেই বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।