ব্রিজ তৈরীর জন্যে রসিদ ছাপিয়ে এলাকায় চাঁদা আদায় শুরু করল গ্রামবাসীরা

ইটাহার, ২৬ জুলাই : স্বাধীনতার পর কয়েক দশক কেঁটে গেলেও নদী পারাপারের জন্যে নেই কোনো ব্রিজ। ভোট আসে ভোট যায় তবুও গ্রামবাসীদের ব্রিজের দাবী পূরণ হয় না তাই এবারে গ্রামবাসীরা নিজেরাই ব্রিজ তৈরীর উদ্যোগ নিয়ে ইতিমধ্যে রসিদ ছাপিয়ে চাঁদা আদায় শুরু করেছেন এলাকায়। এমনই ছবি লক্ষ্য করা গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে।

উল্লেখ্য, ইটাহার থানার অন্তর্গত মারনাই অঞ্চলের কচুয়া গ্রাম দিয়ে বয়ে গিয়েছে সুঁই নদী। আর এই নদীর ওপর দিয়েই মারনাই, কাঁপাশিয়া সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত। প্রাথমিক বিদ্যালয়, সরকারী হাই মাদ্রাসা, স্বাস্থ্য কেন্দ্রে যেতেও নদীপথ ব্যবহার করতে হয় তাদের। খরা কালে বাঁশের সাঁকো থাকলেও, বর্ষায় নৌকা ও গ্রাম বাসিন্দাদের বানানো ভেলা করেই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয় গ্রামবাসীদের। গ্রামবাসীরা জানান, কচুয়া গ্রামের এই ঘাট অত্যন্ত ব্যস্ততম নদী ঘাট। এই ঘাট থেকেই মারনাই অঞ্চলের কচুয়া, বীরনগর, বিষ্টুপুর, কাঁপাশিয়া সহ একাধিক গ্রামের মানুষ খুব কম সময়ে নদী পার হয়ে মালদা জেলায় যেতে পারে। তাই বহুদিন থেকে গ্রামবাসীরা এই নদীঘাটে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবী জানিয়ে আসছে। ভোটের আগে ব্রিজ তৈরির প্রতিশ্রুতি মিললেও পরে তা আর বাস্তবায়িত হয় না বলে অভিযোগ করেন বাসিন্দারা। তাই আর প্রশাসনের ওপর আস্থা না রেখে গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়েছেন নদীর ওপর দিয়ে চলাচলের জন্যে কাঠি ব্রিজ তৈরির। সেই মোতাবেক ইতিমধ্যে তাঁরা রসিদ ছাপিয়ে চাঁদা আদায় শুরু করে দিয়েছেন। ব্রিজের দাবীর কথা স্বীকার করে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন আগামীদিনে নিশ্চয়ই এই এলাকায় স্থায়ী ব্রিজ নির্মাণের করা হবে।

Next Post

আড়িপাতা কান্ডে তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার

Mon Jul 26 , 2021
নিউজ ডেস্ক, ২৬ জুলাই : পেগাসাস কান্ডে ইতিমধ্যে উত্তাল দেশের রাজনীতি। আড়িপাতা কান্ডে কেন্দ্রকে নিশানা করেছে তৃণমূল সহ সব বিরোধী রাজনৈতিক দল। দীর্ঘ এক সপ্তাহ ধরেই নানান তথ্য উঠে আসছে। দেশের একাধিক প্রভাবশালী নেতাদের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। এবার এই পেগাসাস কাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন […]

আপনার পছন্দের সংবাদ