মানিকচক, ২৮ অক্টোবর : পানীয় জল উত্তোলনের স্থানে মৃতদেহ এসে আটকে থাকায় ক্ষোভ ছড়ালো এলাকাবাসীদের মধ্যে। নদীতে ভেসে রয়েছে একের পর এক মৃতদেহ। কোন দেহ মানুষের আবার কোনটা জীবজন্তুর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর শংকরটোলা এলাকায়। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য, মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুরের শংকরটোলা এলাকা দিয়ে বয়ে গিয়েছে ফুলহার নদী। এই নদী লাগায়ো এলাকায় রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আর্সেনিকমুক্ত পানীয় জল উত্তোলন কেন্দ্র। এই নদী থেকে জল তুলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পানীয় জল গ্রাম থেকে শহরের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। তবে এই নদী দিয়ে প্রতিনিয়ত ভেসে যাচ্ছে একের পর এক মৃত মানুষ এমনকি জীবজন্তুর মৃতদেহ। এমনকি যেখান থেকে জল উত্তোলন করা হয় সেখানে ভেসে রয়েছে একের পর এক মৃতদেহ। আর এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে নদী পার্শ্ববর্তী এলাকাবাসীদের মধ্যে। মৃতদেহের দুর্গন্ধে কার্যত দুর্বিষহ অবস্থা এলাকার বাসিন্দাদের। পাশাপাশি বিভিন্ন প্রকার রোগ ছড়ানোরও আশঙ্কা করেছেন তারা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধিকারিদের এবিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। দ্রুত মৃতদেহগুলি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। যদিও এবিষয়ে মানিকচকের মথুরাপুর অঞ্চলের প্রধান মিলন মন্ডল জানিয়েছেন, গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ইতিমধ্যেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য মানিকচক ব্লকের বিডিওকে জানানো হবে।