নিউজ ডেস্ক, ২৮ জুন : করোনার জেরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। চলতি বছরের প্রতিযোগিতা হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। এমনটাই জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।
যদিও সেখানে বিশ্বকাপ হলেও আয়োজনের দায়িত্ব থাকবে বিসিসিআইয়ের কাঁধেই।এর আগে আইপিএলের মতো বড় টুর্নামেন্টেও দুবাইতে সরাতে হয়েছে। জানা গেছে, ১৪ তম আইপিএলের খেলা শেষ হওয়ার পর টি ২০ বিশ্বকাপ শুরু হবে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে টি ২০ বিশ্বকাপ শুরু হতে পারে। টুর্নামেন্টের ফাইনাল হতে পারে ১৪ নভেম্বর। টি ২০ বিশ্বকাপ শুরুর আগে আইপিএলের বাকি ৩১ টি ম্যাচের খেলা হবে। এবারের আইপিএলের পরবর্তী পর্ব ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। ফাইনাল হবে ১৫ অক্টোবর।
সৌরভ গাঙ্গুলি জানান, আইসিসি-কে সরকারি ভাবে জানিয়ে দিয়েছি টি২০ বিশ্বকাপ আমিরশাহিতে সরানোর কথা। বিস্তারিত পরে ঘোষণা করা হবে। সৌরভের পাশাপাশি এক ওয়েবসাইটে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমলও খবরের সত্যতা স্বীকার করেছেন। বলেছেন, পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিযোগিতা আমিরশাহিতে সরানো হচ্ছে। এখন ডেল্টা ভ্যারিয়ান্টের খোঁজ মিলেছে। ফলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।গতবছরই ভারতে আয়োজিত হওয়ার কথা ছিল ছোট ফরম্যাটের বিশ্বকাপের। কিন্তু করোনা আর লকডাউনের জেরে তা পিছিয়ে যায়। এরপর সিদ্ধান্ত হয় চলতি বছর টুর্নামেন্টের আয়োজন হবে। প্রথমে অস্ট্রেলিয়া তা আয়োজনের প্রস্তাব দিলেও বিসিসিআই (BCCI) নিজের হাতেই রেখেছিল আয়োজনের দায়িত্ব। তাই করোনা আবহেও দেশে বিশ্বকাপ করার যথাসাধ্য চেষ্টা করছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি-র কাছ থেকে অতিরিক্ত সময়ও চেয়ে নিয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের আরজিতে সাড়া দিয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানায়, ২৮ জুনের মধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে হবে ভারতীয় বোর্ডকে। সেই মতোই এদিন বোর্ডের বিশ্বকাপ আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়ার কথা জানাবে বিসিসিআই। যদিও সেখানে বিশ্বকাপ হলেও আয়োজনের দায়িত্ব থাকবে বিসিসিআই এর ওপর। এর আগে ২০১৮ সালে আমিরাশাহীতে আয়োজিত এশিয়া কাপের আয়োজক ছিল ভারতীয় বোর্ড।
আরও খবর পড়ুন : করোনা মহামারীর জেরে টি ২০ বিশ্বকাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে