
নিউজ ডেস্ক, ২৯ জুন : কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার ভোরে গ্রুপ ‘এ’র লড়াইয়ে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।বলিভিয়া তিন ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল তাঁরা। অপরদিকে পরের রাউন্ডের টিকিট পাকা ছিল আর্জেন্টিনার। তাই এটি নিয়মরক্ষার ম্যাচ ছাড়া আর কিছুই ছিল না।
তবে ম্যাচে যে অধিনায়ক মেসিকে বিশ্রাম দেওয়া হবে না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি।কথামতো মাঠে নামলেন আর্জেন্তিনার ১০ নম্বর জার্সিধারী। আর নামার সঙ্গে সঙ্গেই হাভিয়ের ম্যাসচেরানোকে পিছনে ফেলে আলবিসেলেস্তের হয়ে ১৪৮ ম্যাচ খেলে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। ম্যাচে জোড়া গোল করে ম্যাচের নায়কও তিনি।খেলা শুরুর ৬ মিনিটের মাথায় মেসির পাসে গোল করেন আলেহান্দ্রো গোমেজ৷ বলিভিয়ার আদ্রিয়ান জুসিনোর একটা ভুলে পেনাল্টির সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা৷ এবার আর গোল করতে ভোলেননি লিওনেল মেসি৷ খেলার ৩৩ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের আগে চালকের আসনে তখন আর্জেন্টিনা৷ বেশ কোণঠাসা প্রতিপক্ষ বলিভিয়া৷ সের্খিয়ো আগুয়েরোর পাসে গোলরক্ষকের মাথার উপরে ভলি মেরে বল তুলে দেন মেসি৷ জালে জড়িয়ে ফের গোল৷৪টি ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে শীর্ষে রইল আর্জেন্টিনা। এরপর ৪ জুলাই কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে দেখা যাবে মেসিবাহিনীকে। তার আগের দিন অর্থাৎ ৩রা জুলাই চির-প্রতিদ্বন্দ্বী ব্রাজিল খেলবে চিলির বিরুদ্ধে।এদিকে, একই সময়ে অন্য একটি ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে জেতে উরুগুয়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন কাভানি। প্রথম স্থানে আর্জেন্টিনার পর এ গ্রুপের দ্বিতীয় স্থানে রইল উরুগুয়ে।প্রসঙ্গত, দীর্ঘ ১৮ ম্যাচ পর আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। এর আগে ২০১৯ সালে নিকারাগুয়ার বিরুদ্ধে জোড়া গোল এসেছিল মেসির পা থেকে। আপাতত আন্তর্জাতিক গোলের ক্ষেত্রে পেলের (৭৭) থেকে দু’ধাপ পিছিয়ে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
আরও খবর পড়ুন : নদীতে ফের ভেসে আসলো মৃতদেহ, আতঙ্ক এলাকায়
