
নিউজ ডেস্ক, ২৬ জুন : আই লিগকে ঘিরে উন্মাদনা চড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। গত মরসুমের মত এই মরসুমেও কলকাতার মাটিতেই হবে আই লিগ। এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ফেডারেশনের লিগ কমিটির বৈঠকে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশন এর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট, সচিব, সিইও সহ অন্যান্যরা। গত মরসুমে আই লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল কলকাতার মাটিতে। তাই এবছরও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতাতেই আই লিগের মূল ভেন্যু হিসেবে বেছে নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে এ বছর আই লিগের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। করোনা আবহে ১৩ টি দলের মধ্যে অনুষ্ঠিত হবে আই লিগ। গত মরসুমের মতো এবারও একই থাকবে ক্রীড়াসূচি। পয়েন্টস টেবিলে প্রথম সাতটি দল খেলবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড এবং পরবর্তীতে বাকি ছয়টি দল খেলবে রেলিগেশন রাউন্ড। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হবে এবারের আই লিগ। ইতিমধ্যেই লিগের প্রস্তুতির বিষয়ে শীর্ষ কর্তাদের সাথে বৈঠক সেরে ফেলেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরো জানা গিয়েছে, এবছর টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ড এর খেলা অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। তবে গতবছর কোভিড পরিস্থিতির কারণে অবনমন এর কবলে পড়েনি কোনো দলই। এবছর পুনরায় অবনমন থাকছে সমস্ত দলের ক্ষেত্রেই। ফলে সময় যত এগিয়ে আসছে ততোই পারদ চড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
আরও খবর পড়ুন : তৃণমূলে যোগদানের কিছুদিন পরেই পুরনো দলে যোগদান বিজেপি নেতার
