নিউজ ডেস্ক, ১১ নভেম্বর : চলে গেলেন বিশ্বের সবচাইতে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী থাকা বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা। বুধবার টুইটার মারফৎ এ কথা জানা গিয়েছে।
জানা গিয়েছে, আলিফার মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।তার মৃতদেহ সেখান থেকে তার মৃতদেহ দেশে আনার ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে। তার মৃত্যুতে বাদশা হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহের জন্য সরকারি শোক ঘোষণা করেছেন। বৃহস্পতিবার থেকে সব মন্ত্রণালয় এবং সরকারি অফিসগুলো বন্ধ থাকবে তিন সপ্তাহের জন্য।
উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হলেন শেখ খলিফা বিন সালমান আল খলিফা। ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে বাহরাইন। তার এক বছর আগে ১৯৭০ সাল থেকে তিনিই সেখানকার প্রধানমন্ত্রী। তার জন্ম ১৯৩৫ সালের ২৪ শে নভেম্বর। এর আগে তিনি দেশের স্টেট কাউন্সিলের প্রধান এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের প্রধান ছিলেন।