fbpx

রাতের অন্ধকারে রাশিয়ার কপ্টার গুলি করে নামাল আজ়ারবাইনের সেনা

নিউজ ডেস্ক , ১০ নভেম্বর :  নাগর্নো-কারবাখের বিতর্কিত এলাকা দখল নিয়ে উত্তপ্ত পরিস্থিতি আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে৷ এরই মাঝে আর্মেনিয়ার কপ্টার ভেবে রাশিয়ার হেলিকপ্টারকে গুলি করে নামাল আজ়ারবাইনের সেনা৷ এনিয়ে চাপানউতোর শুরু হয়েছে দু-দেশের মধ্যে।

জানা গেছে সোমবার রাতে আজ়ারবাইজান সীমান্তে আর্মেনিয়ার নিকটে রাশিয়ার সেনা হেলিকপ্টার চক্কর কাটতে দেখা যায়। সেই সময় সেটিকে গুলি করে নামানো হয়। ঘটনায় দু’জন ক্রু-র মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরও একজন। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে ।যদিও এই ঘটনাটির জন্য রাশিয়ার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে আজ়ারবাইজান ৷ তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি নিছকই একটি দুর্ঘটনা ৷ রাশিয়ার বিরুদ্ধে আঘাত হানার কোনও পরিকল্পনা তাদের ছিল না ৷ বিদেশ মন্ত্রক এবিষয়ে অবশ্য জানিয়েছে, “হেলিকপ্টারটি যে এলাকা দিয়ে যাচ্ছিল সেখানে আলো ছিল না। কম উচ্চতা দিয়ে উড়ায় আর্মেনিয়া ও আজ়ারবাইজানের সীমান্তের কাছাকাছি চলে আসে। রাশিয়ান বায়ুসেনারা ওই এলাকায় যে চলে এসেছে তা তারা প্রথম দিকে বুঝে উঠতে পারেনি৷ এরপরই উত্তেজনারবশে হেলিকপ্টারটিকে গুলি করে নামায় আজ়ারবাইনের সেনা৷

News Desk

Next Post

মদ বিরোধী আন্দোলনকে সামনে রেখে নানান কর্মসূচীতে সামিল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া

Tue Nov 10 , 2020
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১০ নভেম্বর :  ১৩ বছর আগে মদ বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ হাজী আক্তার হোসেন। তার স্মৃতির স্মরণে প্রতিবছরের মতো এবছরও ১১ ই […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!