নিজস্ব সংবাদদাতা , গঙ্গারামপুর , ০৬ নভেম্বর : রায়গঞ্জ থানার পুলিশের তৎপরতায় ফিল্মি কায়দায় ওঁতপেতে ৩ অপহরণকারীকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার পুলিশ।বৃহস্পতিবার মুক্তিপণ হস্তান্তরের সময় উত্তর দিনাজপুরের নাগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার ভোরে ওই তিন দুষ্কৃতীকে ধরে কুশমন্ডি থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের শুক্রবার বুনিয়াদপুরের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের এই সাফল্যে খুশি অপহৃত কিশোরের পরিবার। অপহৃত কিশোর নবম শ্রেণীর আব্দুল মতিন (১৬) এদিন বাড়ি ফিরে আসে পুলিশের তৎপরতায়। পুলিশ সূত্রে খবর,অপহৃত কিশোর আব্দুল মতিনের বাবা আব্দুল লতিফ পেশায় পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী। বাড়ি কুশমন্ডি থানার বেলপুকুর এলাকায়। ৩ নভেম্বর রাতে পুলিশ পরিচয় দিয়ে বাড়ি ঢুকে কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার ছেলে আব্দুল মতিনকে তুলে নিয়ে যায়। এরপর ৬ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন করে হুমকি দেয় অপহরণকারীরা। কিন্তু আচমকা এত বিপুল টাকা কী করে জোগাড় হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। অবশেষে তিন লক্ষ টাকায় রফা হয় অপহরণকারীদের সঙ্গে। সেই অপহরণকারীরা টাকা নিয়ে আব্দুল লতিফকে উত্তর দিনাজপুরের নাগর এলাকায় আসতে বলে। তবে গোটা বিষয়টি কুশমন্ডি থানায় জানান তিনি।
পুলিশের পরামর্শে বৃহস্পতিবার মুক্তিপণের টাকা নিয়ে নাগর এলাকায় যান আব্দুল লতিফ। এরপর রায়গঞ্জ থানার পুলিশের সাহায্য নিয়ে অপহরণকারীদের ধরতে ফাঁদ পাতে পুলিশ। কুশমন্ডি থানার সাদা পোশাকের পুলিশ দূর থেকে নজর রাখে রায়গঞ্জ থানার পুলিশের সহযোগিতায়। মুক্তিপণ নেওয়ার সময় অপহরণকারী হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সাজিদুল রেহা (২৫), সাজ্জাদ আলী (৪৪) এবং কলিমুদ্দিন (২৭)। তিনজনেরই বাড়ি উত্তর দিনাজপুরে। শুক্রবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।