নিউজ ডেস্ক , ৩১ ডিসেম্বর : আয় বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী খাজা আসিফকে গ্রেফতার করেছে ন্যাশনাল অ্যাকাউন্টেবেলটি ব্যুরো (ন্যাব)। বুধবার দলীয় বৈঠক সেরে বেরোনোর সময়েই তাঁকে গ্রেফতার করা হয়। ন্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে সহযোগিতা করছিলেন না বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দুবাইতে ওয়ার্ক পারমিট নিয়ে বেশ কয়েকটি সংস্থার আইনি পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খাজা আসিফ। এরফলে তিনি ১৩ কোটি ৬০ লক্ষ রুপির বেশি আয় করেছিলেন। সেই আয় সম্পর্কিত সমস্ত নথি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল প্রাক্তন পাক বিদেশ মন্ত্রীকে। কিন্তু সেই নথি তিনি জমা দেননি। তদন্তের জন্য বার বার সহযোগিতা করার অনুরোধ করা হলেও তিনি আমোল করেননি। তদন্তে সহযোগিতা না করার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও ন্যাবের সমস্ত অভিযোগ অস্বীকার করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বরং তিনি খাজা আসিফের গ্রেফতারির কড়া নিন্দা করে কটাক্ষ করেন ইমরান সরকারকে। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, বলেন, “এমন ঘটনা প্রমাণ করে যে সরকার ভয় পেয়েছে। তবে এ ভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা অসম্ভব। এমন দমনপীড়নের মূল্য সরকারকে চোকাতে হবে। মানুষ এই অত্যাচারের দিনগুলো মনে রাখবেই।”