নিউজ ডেস্ক , ২৪ ডিসেম্বর : নারী আজ স্বয়ংসিদ্ধা। বর্তমান সমাজে নারীদের বেশ কিছু কার্যকলাপ অন্যদের উদ্বুদ্ধ করে, সাহস যোগায়। আর এরমই সাহস ও প্রেরণার নজির গড়লেন ব্যাঙ্গালুরু অঙ্কিতা গৌর। যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। বর্তমানে সফটওয়্যার কোম্পানি টিসিএস-এ কর্মরত অঙ্কিতা একজন দৌড়বাজ।
সম্প্রতি অঙ্কিতা TCS World 10K দৌড়ে অংশ নিয়েছিলেন । অবশ্য নিয়মিত দৌড় করা অঙ্কিতার কাছে এই বিষয়টি তেমন নতুন কিছু নয়। তবে চমকে দেওয়ার মতো বিষয় হল যে, তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। রবিবার বেঙ্গালুরুতে টিসিএস ওয়ার্ল্ড 10K রান তিনি শেষ করলেন মাত্র ৬২ মিনিটে।
অঙ্কিতা জানান, “গত নয় বছর ধরে দৌড়াচ্ছেন তিনি । জল খাওয়া, শ্বাস নেওয়ার মতোই দৌড় তাঁর কাছে খুবই সাধারণ ঘটনা । না দৌড়ালে তিনি শান্তি পান না । গত নয় বছরে খুব বড় কোনও অসুবিধা ছাড়া একদিনও দৌড় বন্ধ করেননি তিনি । প্রতিদিন ৮-৯ কিমি দৌড়ন তিনি। আমেরিকান কাউন্সিল অফ হেলথ জানিয়েও দিয়েছে যে একজন রানারের পক্ষে এটায় কোনও অসুবিধা নেই।” পেশায় ইঞ্জিনিয়ার অঙ্কিতা গৌর ২০১৩ সাল থেকে এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। শুধু দেশে নয়, বিদেশেও অনেক ম্যারাথনে অংশ নিয়েছেন তিনি। এর মধ্যে বার্লিনে দৌড়েছেন ৩ বার। বস্টন, নিউইয়র্কেও দৌড়েছেন।কি ভাবে তিনি প্রস্তুতি নিলেন? অঙ্কিতা জানান, “প্রতিদিনই ৫-৮ কিমি দৌড়চ্ছিলাম ধীরে ধীরে। ৫ মাসের অন্তঃসত্ত্বা বলেই ব্রেক নিয়ে দৌড়েছি। কারণ, এখন আমার শরীর আগের চেয়ে আলাদা। অতীতে টিসিএস ১০কে দৌড়ে পদক জিতেছি। কিন্তু এ বার তা পারিনি। কারণ বিশ্রাম নিয়ে দৌড়তে হয়েছে।”গর্ভাবস্থাতেও দৌড় বন্ধ করেননি তিনি । বরং এতে অনেক বেশি ফিট রয়েছেন বলে জানালেন অঙ্কিতা । তাঁর ফিজিওথেরাপিস্ট, গাইনোকলজিস্ট সকলেই তাঁকে উদ্বুদ্ধ করেছেন । সকলের থেকে পরামর্শ নিয়েই দৌড়েছেন বলে জানালেন অঙ্কিতা।