হরিশ্চন্দ্রপুর, ৪ জুলাই : অপরাধমূলক কাজ রুখতে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সিসিটিভি বসাতে উদ্যোগী হল প্রশাসন। শনিবার এ নিয়ে হরিশচন্দ্রপুর ব্যবসায়ী সমিতি ও থানার আধিকারিকদের মধ্যে এক বৈঠক আয়োজিত হয়।
উল্লেখ্য বিহারের দুষ্কৃতীদেরও সফ্ট টার্গেট এই এলাকা। মাঝেমধ্যেই এখানে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। এমনকি অপারেশন নিশ্চিত করতে গুলিগোলা চালাতেও দুষ্কৃতীরা পিছ-পা হয় না।বিহার লাগোয়া হওয়ায় প্রায়শই নানা অপরাধ ঘটিয়ে এলাকা ছেড়ে প্রতিবেশী রাজ্য বিহারে আশ্রয় নেয় দুষ্কৃতিরা। দুষ্কৃতি দৌরাত্ম্য রুখতে প্রশাসনের কাছে বারবার পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে এসছে ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা। সেই মোতাবেক হরিশ্চন্দ্রপুর বাজার, বারোদুয়ারি, স্টেশন, ব্লক ও হাসপাতাল সংলগ্ন এলাকা এবং তুলসীহাটায় মত গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ প্রবীণ কেডিয়া বলেন, এলাকার নিরাপত্তা বাড়াতে থানার আইসি ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছিলেন। এ ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি । আশা করা যাচ্ছে, দিন দশেকের মধ্যেই হরিশ্চন্দ্রপুরের প্রধান ব্যবসায়িক এলাকাগুলি সিসিটিভির নজরদারিতে চলে আসবে। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস বলেন, হরিশ্চন্দ্রপুরের মূল এলাকায় দুষ্কৃতীদের রুখতে আমি সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। এই এলাকাতেই ব্যবসায়িক প্রতিষ্ঠান বেশি রয়েছে। এলাকার সুরক্ষার পাশাপাশি কোনও দুষ্কর্ম হলে সহজেই দুষ্কৃতীদের চিহ্নিতও করা যাবে।অল্পদিনের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে প্রশাসনসুত্রে।
আরও খবর পড়ুন : উদ্ধার অজ্ঞাত পরিচয় মৃতদেহ, চাঞ্চল্য দুটি পৃথক এলাকায়