হরিশচন্দ্রপুর, ৪ জুলাই : টানা বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে নদীর জলস্তর। ফলে ভাঙণের আতঙ্ক গ্রাস করেছে হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলত নগর এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের।ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে কয়েক বিঘা জমি।
দ্রুত বাঁধ মেরামতির কাজ না করলে বন্যার কবলে পড়তে পারে বিস্তীর্ণ এলাকা। নদীগর্ভে তলিয়ে যেতে পারে কয়েকটি গ্রাম। নদীবাঁধ সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসীরা। এলাকার বাসিন্দা মোহাম্মদ নাসির বলেন, চারদিন ধরে নদী ভাঙ্গন চলছে। ইতিমধ্যে কয়েক বিঘা জমি তলিয়ে গেছে। এখন কাজ না শুরু করলে বহুগ্রাম ভেসে যাবে। সরকারের কাছে আবেদন করব যাতে দ্রুত পদক্ষেপ নেয়। রবিবার ভাঙনগ্রস্ত
এলাকা পরিদর্শন করতে আসেন দৌলত নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিবুর রহমান। তিনি বলেন, পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। দ্রুত সংস্কারের কাজ শুরু না করলে দৌলত নগর এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম, তেল চান্না সুইচগেট, উত্তর-ভাকরিয়া, দক্ষিণ-ভাকরিয়া, ভালুকা সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। ব্যাপক ক্ষতি হতে পারে কৃষি কাজের। বন্যার কবলে পড়তে পারে প্রায় ৭০ হাজার মানুষ। দ্রুত
বাঁধ সংস্কারের জন্য বিধায়ক ও সেচ দপ্তরকে জানানো হবেন বলে জানিয়েছেন প্রধান নাজিবুর রহমান।
আরও খবর পড়ুন : রাতের অন্ধকারে চা পাতা গাছ কেটে নিল দুষ্কৃতিরা