নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১১ নভেম্বর : করোনা আবহে লাগাতার আলুর দাম উর্দ্ধমুখি। কার্যত ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ক্রমশঃ। আলু ছাড়াও পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় ফসলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে লাগাতার বাজারগুলিতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।
পাশাপাশি সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে সরকারি উদ্যোগে সুফল বাংলা স্টলের মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়। চলছে প্রশাসনিক অভিযানও। তা সত্ত্বেও আলু কিংবা অন্যান্য সবজির দাম কমার নাম নিচ্ছে না। বুধবার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জ মোহনবাটি বাজারে অভিযান চালানো হয়। মূলত আলুর দাম নিয়ে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে ফারাকের বিষয়টি খতিয়ে দেখেন তাঁরা। রায়গঞ্জ ব্লকের বিডিও রাজু লামা, ডিএসপি রীপণ বল, রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপা সহ অন্যান্য কর্তারা এদিনের অভিযানে উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের অভিযোগ একশ্রেণির আড়ৎদার আলু মজুত করে কৃত্রিমভাবে বাজারে সংকট তৈরি করছেন। স্বাভাবিকভাবেই এতে আলুর দাম বেড়ে যাচ্ছে৷ এব্যাপারে সেই মজুতদার চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে আলুর আড়ৎদারদের বক্তব্য আলুর জোগান কম থাকার পাশাপাশি ভিন জেলা থেকে আলু চড়া দামে কিনতে হচ্ছে। এরপর তা কেজি প্রতি সামান্য ৫ থেকে ১০ টাকা লাভ রেখে বিক্রি করছেন তারা৷ তার ওপর পুলিশি অভিযানে ব্যবসার ক্ষতি হচ্ছে। এদিকে ডি এস পি রীপণ বল জানিয়েছেন আলু দাম কেন উর্দ্ধমুখি তা খতিয়ে দেখতেই বাজারে অভিযান চালানো হল প্রশাসনের পক্ষ থেকে৷ আড়ৎদার ও খুচরো ব্যবসায়ীদের নথি দেখে আলুর দাম বেশি নেওয়ার অভিযোগের সারবত্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে নজরদারি লাগাতার চলবে বলে জানিয়েছেন তিনি।