নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১০ নভেম্বর : প্রতিবছরের মতো এবারেও শারদোৎসবে সেরা পুজো কমিটি গুলিকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তবে এবছর করোনার কারণে ভার্চুয়ালি সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হল রাজ্য সদর দপ্তর নবান্নে। মঙ্গলবার নবান্ন সভাগৃহ থেকে সরাসরি বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরই অংশ হিসাবে এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত বিবেকানন্দ সভাগৃহে উত্তর দিনাজপুর জেলার সেরা পুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরস্কার তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কবিতা বর্মন, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। জানা গেছে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে এবছর দুর্গা পুজোর আয়োজন করা হয়েছিল৷ এবারের পুজোতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল পুজো উদ্যোক্তাদের। মণ্ডপ, প্রতিমা ছাড়াও করোনা সচেতনতা সহ একাধিক বিষয়ের ওপর পুরষ্কার দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে।
এদিন উত্তর দিনাজপুরের বেশকিছু সেরা পুজো কমিটিকে শারদ সম্মান প্রদান করা হয়৷ মণ্ডপ সজ্জায় প্রথম হয়েছে রায়গঞ্জের শাস্ত্রী সংঘ, প্রতিমায় সেরা হয়েছে অমর সুব্রত, করোনা সচেতনতায় প্রথম হয়েছে রায়গঞ্জের তুলসিতলার সমাজ সেবক সংঘ, পাশাপাশি মণ্ডপেও সেরা হয়েছে রায়গঞ্জের রবীন্দ্র ইনস্টিটিউশন, অন্যদিকে সেরা মণ্ডপে পুরষ্কৃত হয়েছে করণদিঘির টুঙ্গিদিঘি সর্বজনীন দুর্গোৎসব কমিটি৷ এদিন জেলা ইসলামপুর মহকুমার বেশকয়েকটি পুজো কমিটিকেও শারদ সম্মান প্রদান করা হয় প্রশাসনের পক্ষ থেকে৷ ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি আর্থিক পুরষ্কারের চেকও তুলে দেন প্রশাসনিক কর্তারা।