আরসিটিভি সংবাদ : মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে আন্দোলনে চালিয়ে যাচ্ছে সরকারি কর্মীদের সংগঠনগুলি৷ সোম ও মঙ্গলবার দু’দিন কর্মবিরতির ডাক দিয়েছে তারা। এই পরিস্থিতিতে সরকারি দফতরে অচলাবস্থা রুখতে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন –সেতু নির্মানের প্রস্তাবে খুশির হাওয়া গাজোলে
তারপরেও সরকারি নির্দেশকে উপেক্ষা করে হাজিরা দিয়েও আন্দোলন অব্যাহত তাদের৷ সোমবার সরকারি কর্মীদের একাংশের ডাকা ডিএ-র দাবিতে কর্মবিরতিতে প্রায় স্বাভাবিক রয়েছে বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের করণ। বিভিন্ন দপ্তরের কর্মীদের উপস্থিতি ছিল প্রায় অন্যান্য দিনের মতোই৷ দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, এদিনের উপস্থিতির হার ৯০ শতাংশ।আরও পড়ুন –
আরও পড়ুন –বাইকের ধাক্কা মারাকে কেন্দ্র করে শুট আউট
অন্যদিকে জেলাশাসকের দপ্তরে উপস্থিতির হার ৯০ শতাংশ থাকলেও, বকেয়া ডি এ-র দাবিতে এদিন কর্মবিরতিতে সামিল হন বালুরঘাট জেলা আদালতের কর্মচারীরা। আদালত কর্মচারীরা এদিন কর্মবিরতিতে সামিল হয়ে আদালতের সামনে জড়ো হন। চলে স্লোগানও৷ আদালত কর্মচারী সমিতির জেলা সম্পাদক সায়ন্তন মুখোপাধ্যায় জানান, হাইকোর্টের নির্দেশে যাতে আদালতের কাজে বিঘ্ন না ঘটে, সেজন্য যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল সকাল সমস্ত রেকর্ড আধিকারিকদের হাতে দিয়ে তারপর তাদের ন্যায্য দাবিতে কর্মবিরতিতে সামিল হয়েছেন তারা।