
আরসিটিভি সংবাদ : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম গঙ্গাসাগর এবং রাধানগর গ্রামের মধ্য দিয়ে বয়ে গিয়েছে কাশিয়া খাঁড়ি।
আত্রেয়ী নদীর সাথে সংযুক্ত এই খাড়িতে বর্ষাকালে প্রচুর জল হয়। সেখানে কোন সেতু না থাকায় চরম সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। দীর্ঘদিনের দাবি মেনে জলঘর পঞ্চায়েত সমিতি সেখানে একটি সেতু নির্মাণ করলেও দীর্ঘদিন ধরে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। শুধুমাত্র সংযোগকারী রাস্তা না করায় সেতু দিয়ে চলাচল করতে পারছেনা বিভিন্ন এলাকার মানুষজন।
আরও পড়ুন – পানীয় জলের হাহাকার !
গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েতে বারবার দাবি জানানো সত্ত্বেও সংযোগকারী রাস্তা তৈরি করা হয়নি। ফলে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সাকোর উপর দিয়ে চলাচল করতে হয় তাদের। গাড়ি না চলায়, কৃষিজাত ফসল বাজার ঘাটে নিয়ে যাওয়া থেকে অসুস্থ রোগী এবং ছাত্র-ছাত্রীদের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের।
আরও পড়ুন – ৮ বছরেও ফিরল না রাস্তার হাল !
বিজেপির অঞ্চল নেতৃত্ব গিরিশ মাহাতো বলেন, গ্রামবাসীদের এই সমস্যা নিয়ে বহুবার গ্রাম পঞ্চায়েতে দাবী জানানো হয়েছে। কিন্তু পঞ্চায়েত থেকে সংযোগকারী রাস্তার কাজ করা হয় নি। তবে জলঘর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান গোপাল মুরমু জানান, ১০০ দিনের কাজের প্রকল্পে ওই সেতুর সংযোগকারী রাস্তার কাজ চলছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় রাস্তার কাজ বন্ধ রাখতে হয়েছে।
