আরসিটিভি সংবাদ :ইমারত সামগ্রীর দোকানে বাইকের ধাক্কা মারাকে কেন্দ্র করে বচসার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের। গুলিবিদ্ধ এক যুবতী সহ আরো তিনজন। শুক্রবার রাতে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার জৈনগাও গ্রাম পঞ্চায়েত এলাকায়।জানা গিয়েছে, শুক্রবার রাতে এলাকার বাসিন্দা মহম্মদ আরিফের মদিনাচক এলাকায় ইমারত সামগ্রীর দোকানে এসে আচমকাই ধাক্কা মারে একটি বাইক। এনিয়ে প্রতিবাদ করলে বচসা বেঁধে যায়।
আরও পড়ুন-চাকরিপ্রার্থীদের জন্য অভিনব উদ্যোগ!
এরপরই কয়েকজন এসে সেখানে গন্ডগোল বাঁধায়। গন্ডগোল চলাকালীন আচমকাই গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। গুলিতে জখম হয় এক যুবতী সহ মোট চারজন। এরা হলেন মোহাম্মদ আরিফ, হাবিবা খাতুন, বাবুল ও সেইদুল। ঘটনায় গুলিচালনার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান নাজিস ও তার সঙ্গীদের বিরুদ্ধে। গন্ডগোল চলাকালীন পুলিশে খবর দেওয়া হলেও কেউ আসেনি। সিভিক ভলান্টিয়ারদের পাঠানো হলেও তারা গন্ডগোল আটকাতে পারেনি।
আরও পড়ুন-দীর্ঘ চার দশকেও মেলেনি সেতু !
গুলিকান্ডে আহতদেরকে প্রথমে লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদের মধ্যে মৃত্যু হয়েছে মোহাম্মদ আরিফের।মারধোরের চোটে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।বাকীদের অবস্থার অবনতি হওয়ায় তাদের রাতেই শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়।গন্ডগোল থামাতে পুলিশে বারবার ফোন করা হলেও আসেনি বলে অভিযোগ করেছেন মৃতের আত্মীয় মহম্মদ খলিলুর রহমান।গোটা ঘটনায় পঞ্চায়েত প্রধানের দিকে আঙুল তুলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন তিনি
আরও পড়ুন-একই রঙ দুই বাসের, বিভ্রান্তির শিকার যাত্রীরা
তের আত্মীয় মহম্মদ খলিলুর রহমানঅন্যদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত ১১জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শনিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।এলাকার উত্তেজনা প্রশমনে চলছে পুলিশী টহলদারিও | অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে গোটা রাজ্যজুড়েই শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ এনেছেন বিজেপি নেতা সুরজিত সেন |যদিও রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক গোলাম রব্বানী জানিয়েছেন, ঘটনার পরেই পুলিশ প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের জন্যে আবেদন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।