আরসিটিভি সংবাদ : এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে মালদা জেলার গাজলের ময়নার দেবীদহ গ্রামে শ্রীমতী নদীর ওপর কংক্রিটের সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে ব্লক ও জেলা প্রশাসনের পক্ষ থেকে। ব্লকের উত্তরআলাল শ্রীমতি নদীর উপর ৭৩ মিটার লম্বা এই কংক্রিটের সেতুর জন্য খরচ হবে প্রায় ৪ কোটি টাকা। সেইমত প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যপুর্ত দপ্তরে।
আরও পড়ুন –শিবরাত্রির পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত নাবালিকা
পাশাপাশি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেতুটি দ্রুত নির্মানের ব্যাপারে, বলে দাবি করেছেন রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার এবং ত্রাণ পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার। গাজোল ব্লকের উত্তর আলালের ওই এলাকায় সেতু না থাকায়। চরম সমস্যার মধ্যে পড়েন স্থানীয় বাসিন্দারা। বর্ষাকালে নৌকাকরে নদী পারাপার হতে হয়। ঝুঁকিপূর্ণ এই যাতায়াতের সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে প্রবল। অন্যদিকে, বর্ষা চলে গেলে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়।
আরও পড়ুন –মুক ও বধির যুবকের আত্মহুতির চেষ্টা নবান্নে !
এলাকার প্রায় ১২ টি গ্রামের কয়েক হাজার মানুষ এই সেতুর উপর নির্ভরশীল। স্থানীয় কৃষিজীবি মানুষ তাদের কৃষিজ ফসল ময়নাবাজারে নিয়ে যেতে অত্যন্ত দুর্ভোগের মধ্যে পড়ে। পাশাপাশি, পড়ুয়াদের স্কুল, কলেজ আসা যাওয়া করতে নদী পারাপারে চরম হয়রানির শিকার হতে হয়।রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার এবং ত্রাণ পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার বলেন,গত বছর জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া সপার্ষদ পরিদর্শনে এসেছিলে। এলাকায় পাকা সেতু নির্মানের প্রয়োজনীয়তা তার কাছে তুলে ধরা হয়েছিল। এই সেতু নির্মাণ হলে উপকৃত হবে বহু মানুষ।