নিউজ ডেস্ক , ২৪ নভেম্বর : ২০২০ সাল মানেই এক ভয়ানক বিভীষিকা। একের পর এক বিপদ৷ আর এই অতিমারির সংকটের মাঝেই তামিলনাড়ু ও পুদুচেরিতে আছড়ে পড়তে চলেছে ভয়াভহ ঘূর্ণিঝড় নিভার। এই ভয়াবহ দুর্যোগে তামিলনাড়ু (Tamilnadu) ও পুদুচেরি (Puducherry) প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন টুইট করে সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বঙ্গোপসাগরে সামুদ্রিক ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার পৌরোহিত্যে সোমবার জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটি বিশেষ বৈঠক বসে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরির মুখ্যসচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। ক্ষয়ক্ষতি এড়াতে কি ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে তাঁরা ক্যাবিনেট সচিবকে অবহিত করেছেন। আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করেন। এর অভিমুখ নিয়ে রাজ্য সরকারগুলিকে নিয়মিত অবহিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। সম্ভাব্য বিপর্যয় কমাতে NDRF ও SDRF এর দলকেও প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে দক্ষিণের দুই এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় নিভারের (Nivar)।ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ‘নিভার’ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। আপাতত উত্তর-পশ্চিম চেন্নাই থেকে সেটির দূরত্ব ৫০ কিলোমিটার। সতর্কমূলক ব্যবস্থা হিসেবে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার এই ভয়াবহ দুর্যোগে তামিলনাড়ু (Tamilnadu) ও পুদুচেরি (Puducherry) প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন টুইট করে সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।