সাম্বা সেক্টরে মিলল গভীর গোপন সুড়ঙ্গ, বাড়ানো হল নিরাপত্তা

সাম্বা সেক্টরে মিলল গভীর গোপন সুড়ঙ্গ, বাড়ানো হল নিরাপত্তা

নিউজ ডেস্ক, ২২ নভেম্বর :   ‌জম্মু–কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা সেক্টরে রবিবার একটি গোপন সুড়ঙ্গের হদিশ পেল ভারতীয় সেনা। ৩০ ফুট লম্বা গভীর ওই সুড়ঙ্গ দিয়েই নাগরোটা সংঘর্ষে খতম হওয়া জইশ জঙ্গিরা ভারতে ঢুকেছিল বলে মনে করছেন সেনা আধিকারিকরা। এঘটনায় পাক যোগ আরও স্পষ্ট হল।

আপাতত সুড়ঙ্গটিকে বন্ধ করে দেওয়ার পাশাপাশি পুনরায় জঙ্গিরা এই সুড়ঙ্গ ব্যবহার না করতে পারে, সেকারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ উল্লেখ্য শনিবার নাগরোটা এনকাউন্টারে (Nagrota Encounter) খতম হওয়া জেহাদির পাক-যোগ প্রমাণ হতেই পাকিস্তান হাই কমিশনের শীর্ষ কর্তাকে সমন পাঠিয়েছিল ভারতীয় বিদেশমন্ত্রক। ভারতের তরফ থেকে কড়া বার্তাও জানানো হয়। নাগরোটায় খতম হওয়া চার জইশ সদস্যর থেকে উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র। এতেই পাক-যোগ স্পষ্ট হয়ে যায়। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও GPS ঘেঁটে মেলে গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া কাশ্মীর পুলিশ পাকিস্তানে তৈরি একটি ডিজিটাল মোবাইল রেডিও উদ্ধার করা হয়।

Next Post

জেনে নিন শীতকালে কিভাবে আপনার শখের গাছ গুলোর যত্ন নেবেন

Sun Nov 22 , 2020
নিউজ ডেস্ক, ২২ নভেম্বর  : শীত কাল ফুল গাছ লাগানোর উপযুক্ত সময়। কারন এই সময় নানা রকমের ফুল ফোঁটে। নার্সারি গুলোতে পাওয়া যায় রকমারী ফুল গাছ। বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে আপনার বাড়ীর ব্যলকোনি, ছাদ বা উঠোনকে করে তুলতে পারেন রঙিন সবুজ ও বৈচিত্রময়। তবে সঠিক যত্নের অভাবে আপনার শখের […]

আপনার পছন্দের সংবাদ