নিউজ ডেস্ক : রাতভর নিখোঁজ থাকার পর রহস্যজনক ভাবে গলায় গামছা প্যাচানো অবস্থায় এক নাবালককে উদ্ধার করল এলাকার মানুষ। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। শনিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ১৪ নং কমলাবাড়ি (২) গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কসবা মহেশো এলাকায়।
আরও দেখুন – শিক্ষকের অভাবে ব্যাঘাত ঘটছে পঠনপাঠনে
ঐ নাবালকের নাম নিউজ মার্ডি বয়স ৯ বছর। পাশেই বাড়ি তার। বাবা ভিনরাজ্যে কাজ করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যে থেকে তার কোনো খোঁজ মিলছিল না। ঐ দিন তার মাও ছিলেন না বাড়িতে। শনিবার সকাল থেকে শুরু হয় খোঁজাখুজি। এরপর নির্মীয়মান একটি ভবনের পাশে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাকে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হেমতাবাদ হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন ঐ শিশু। সে জানিয়েছে, শুক্রবার তাকে গলায় গামছা বেঁধে মারধর করার পর তিন তলা থেকে নীচে ফেলে দেওয়া হয়। কে এই অবস্থা করল তার? শিশুটি জানায় ভান্ডারি।
আরও দেখুন –ইলিশের দাম শুনে ঢোঁক গিলছেন আম জনতা
কিন্তু কে এই ভান্ডারি? জানা যায় ঐ এলাকায় মেডিক্যাল কলেজের একটি ভবন তৈরী হচ্ছে। সেখানে যে শ্রমিকরা কাজ করেন তাদের জন্য রান্নার কাজে নিযুক্ত রয়েছেন এই ভান্ডারি। স্থানীয় উপপ্রধান দুলাল সরকার জানান, এই ভান্ডারির পুরো নাম দিলীপ রায়। বাড়ি কর্নজোড়ার রায়পাড়া এলাকায়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।