হেমতাবাদ, ২৫ জুলাই : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের জেরে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে হেমতাবাদ ব্লকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল এবং হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মন। সেই অনুষ্ঠানের কিছুসংখ্যক ছবি নিজের প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন হেমতাবাদ ব্লকের তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের সভাপতি আনসার আলী প্রধান৷ এরপর সেই ছবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন রায় সেফ নামে এক ব্যক্তি। ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই হেমতাবাদ থানার দ্বারস্থ হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কমিটির পক্ষ থেকে। দ্রুত ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবী জানানো হয় সংগঠনের তরফে।। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।