নিউজ ডেস্ক, ২২ জুলাই : একদিকে সীমান্তে চিনের দাদাগিরি আর অন্যদিকে কাশ্মীরে পাকিস্তানের সন্ত্রাস ও জেহাদি কার্যকলাপ। ফলে ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছে ভারত। এরই অঙ্গ হিসেবে ভারতীয় বায়ুসেনার হাতে এসে পৌঁছাল আরও তিনটি অত্যাধুনিক রাফাল (Rafale) যুদ্ধবিমান।
জানা গিয়েছে বুধবার ফ্রান্সের ইস্তরেস বায়ুসেনা ঘাঁটি থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে পৌঁছায় তিনটি রাফালে যুদ্ধবিমান। মাঝ পথেই সংযুক্তি আরব অমিরশাহীর বায়ুসেনার ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি ভরে ফাইটার জেটগুলি। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। জানা গিয়েছে এখনও পর্যন্ত ভারতের হাতে এসে পৌঁছেছে ২৪টি রাফালে যুদ্ধবিমান। উল্লেখ্য, ২০১৬ সালের চুক্তি অনুযায়ী ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনার কথা ভারতের। ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে সবগুলি বিমান ভারতে এসে পৌঁছনোর কথা।
আরও খবর পড়ুন : ভূমি থেকে বায়ু ক্ষেপণাস্ত্রর পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের