হেমতাবাদ, ২৪ জুলাই : পাঁচটি চোরাই সাইকেল সহ এক সাইকেল ব্যবসায়ীকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ।ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে শনিবার রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ।জানা গিয়েছে, গত ২২ জুলাই হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে মনসুর আলী নামে এক ব্যক্তির সাইকেল চুরি যায়।
এই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার হেমতাবাদ থানার বড় কান্তোর গ্রামের বাসিন্দা আজাদ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সাইকেলটি ঠাকুরবাড়ি গ্রামের এক সাইকেল মেকারের কাছে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে বিক্রি করে আজাদ। সেই তথ্যের ভিত্তিতে ঠাকুরবাড়ি গ্রামে রতন রায় নামে ওই সাইকেল মেকারের দোকানে হানা দেয় পুলিশ। এরপর তাঁর বাড়ির গোডাউন থেকে চুরি যাওয়া মনসুর আলীর সাইকেল সহ আরো পাঁচটি চোরাই সাইকেল উদ্ধার হয়। পুলিশ রতন রায়কে গ্রেফতার করে। ধৃত দুইজনকে শনিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। ধৃত রতন রায়কে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও খবর পড়ুন : অলিম্পিক্সে পদক এল ভারতের ঘরে, চানুকে কুর্নিশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর