রায়গঞ্জ, ৭ সেপ্টেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধ কফ সিরাপ বোঝাই লরি সহ দুজনকে গ্রেফতার করল শুল্ক বিভাগ। শুল্ক বিভাগ সূত্রে জানা গিয়েছে তাদের কাছে খবর আসে উত্তরাখণ্ড রাজ্যের নম্বর প্লেটের একটি লরিতে করে নিষিদ্ধ কফ সিরাপ সহ মাদক সামগ্রী পাচার হচ্ছে।
বিহারের পাটনার দিক থেকে আসা ওই লরিটি মালদার গাজোলের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায় লরিটিকে ধরতে ওৎ পাতে শুল্ক বিভাগের আধিকারিকরা। সেই মতো লরিটি বারোদুয়ারি এলাকায় এলে লরিকে মঙ্গলবার সকালে জাতীয় সড়কে দাঁড় করান শুল্ক বিভাগের কর্তারা। লরি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ সহ অন্যান্য নেশার সামগ্রী। যার মূল্য প্রায় দশ লক্ষ টাকা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রাকেশ কুমার রাস্তোগী ও মহম্মদ আরিফ। এর মধ্যে মহম্মদ আরিফ নিজেই লরির মালিক। সে-ই লরি চালাচ্ছিল। রায়গঞ্জ শুল্ক বিভাগের সুপার অনুপ কুমার দাস জানিয়েছেন, নিষিদ্ধ কফ সিরাপ বোঝাই লরিটি গাজোলে যাচ্ছিল। কিন্তু তার আগেই পাচারের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। লরি সহ সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদিনই ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।