নানা জটিলতায় সম্পূর্ণ হল না রায়গঞ্জে ফোর লেন বাইপাসের কাজ

নানা জটিলতায় সম্পূর্ণ হল না রায়গঞ্জে ফোর লেন বাইপাসের কাজ

নিউজ ডেস্ক: পাঁচ বছর আগে কাজ শুরু হলেও আ‌জও সম্পূর্ণ হল না রায়গঞ্জে ফোর লেন বাইপাসের কাজ। কবে এই কাজ শেষ হবে তা নিয়ে নানা প্রশ্ন ও আশঙ্কা দানা বেধেছে সাধারণ মানুষের মনে। নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষও এনিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তার কারণ এখনও পর্যন্ত রায়গঞ্জের সুভাষগঞ্জের চাপদুয়ার এলাকায় রেল লাইনের উপর রাস্তার ওভারব্রিজ তৈরীর কাজ সম্পূর্ণ হয়নি।

 

আরও পড়ুন দত্তক শিশুকন্যাকে হত্যার অভিযোগে ব্যপক চাঞ্চল্য ছড়াল গোয়ালপোখরে

 

পাশাপাশি, বারদুয়ারী এলাকায় একটি রনকালী থানের অবস্থানকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় দিন কয়েক আগে। ওইখানে বাইপাসের ডিসকন্টিনিউয়েশন হয়েছে। এই নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় সেই কাজও আটকে রয়েছে। রায়গঞ্জ ব্লকের সীতগ্রাম তেঁতুলতলা থেকে বীরঘই গ্রাম পঞ্চায়েতের রূপাহার পর্যন্ত এই ফোর লেন বাইপাস তৈরি হচ্ছে। এই বাইপাস তৈরির কাজ শেষ হয়ে গেলে রায়গঞ্জ শহরে যানজট অনেকটাই কমবে বলে দাবি সকলের।

 

আরও পড়ুন শিক্ষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে বেঁকে বসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক

 

তারা বলেন, বাইপাস চালু হলে শহরের যানজট সমস্যা থেকে অনেকটাই মিটবে। কারণ বাইপাস চালু হওয়ার পর পণ্যবাহী লরি, মালবাহী ছোট গাড়ি মূলত যাদের রায়গঞ্জ শহরের সঙ্গে কোনও যোগাযোগ নেই তারা বাইপাস ধরে চলাচল করবে। এরফলে স্বাভাবিক ভাবেই বর্তমানে রায়গঞ্জ শহরের মধ্যদিয়ে যাওয়া জাতীয় সড়কের উপর চাপ কমবে। শহরের অনেক ছোট গাড়ি, বাইক অ্যাম্বুলেন্স বর্তমান জাতীয় সড়কটি ধরে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাতায়াত করতে পারবে। এর ফলে শহরের মধ্যে প্রতিদিন রেলগেটে যানজটের কারণে শহরবাসীকে নাকাল হতে হচ্ছে তার থেকে অনেকটাই রেহাই মিলবে।

Next Post

সমাজ সেবামূলক কাজে খেতাব জয় রায়গঞ্জের সমাজকর্মীর

Fri Mar 17 , 2023
নিউজ ডেস্ক: সমাজ সেবামূলক কাজের নিরিখে এবারে আন্তর্জাতিকস্তরে ‘Human Activity Award’ পেলেন রায়গঞ্জের বিশিষ্ট সমাজকর্মী তথা রক্তদান আন্দোলনের অন্যতম সৈনিক সুব্রত সরকার। গত ১১ ও ১২ ই মার্চ রাজস্থানে অনুষ্ঠিত হয়েছিল সমাজকর্মীদের আন্তর্জাতিক সম্মেলন। সেখানে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত বাবু।   আরও পড়ুন আবর্জনা সাফাই নিয়ে বচসা ব্যবসায়ী ও […]

আপনার পছন্দের সংবাদ