নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১১ নভেম্বর : রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারায় মৃত্যু হল একজনের। গুরুতর জখম হয়েছে আরও এক বাইক আরোহী। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কর্ণজোড়ার মিশন মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাজ্য সড়কের ধারে রায়গঞ্জমুখি একটি লরি দাঁড়িয়েছিল।
সে সময় দ্রুত গতিতে হেমতাবাদের দিক থেকে আসা একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে লরির পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে দুই বাইক আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। আহত ২ জনকে উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়৷ যদিও সেখানে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় একজনের৷ দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় এলাকাতে। দুর্ঘটনাগ্রস্ত লরি ও বাইকটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার মোটর বাইকটি দুমড়েমুচড়ে যায়।