নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১১ নভেম্বর : বকেয়া বেতন ১০০% প্রদান, ইপিএফ (EPF) এর টাকা সময়মতো প্রদানের দাবীতে আন্দোলনে নামলো রায়গঞ্জ বিএসএনএল সিকিউরিটি গার্ড। বুধবার রায়গঞ্জ কর্ণজোড়ায় অবস্থিত বিএসএনএল (BSNL) দপ্তরের সামনে হাতে ফেস্টুন, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।
তাদের অভিযোগ গত বছর থেকে বেতন ঠিকমত দেওয়া হচ্ছে না, পাশাপাশি বেতনের কিছু অংশ আটকে রাখার সঙ্গে সঙ্গে EPF এও নিয়মিত টাকা জমা করা হচ্ছে না। এ ব্যাপারে একাধিকবার দপ্তরের আধিকারিককে জানানো হলেও কোন সুরাহা হয়নি। অবশেষে বুধবার দপ্তরের আধিকারিক অরবিন্দ কুমারের ঘরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। পরবর্তীতে দপ্তরের আধিকারিকের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্ব।সংগঠনের সদস্য দিলীপ প্রামানিক জানিয়েছেন দিনের-পর-দিন আন্দোলন করলেও কোনো সুরাহা হয়নি। আমাদের কথায় কোনো কর্ণপাত করছে না সংস্থার আধিকারিকরা।
গত বছর থেকে বেতন ঠিকমত দেয়া হচ্ছে না এমনকি কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বেতন কমিয়ে দেওয়া হয়েছে তাদের। এবারে বেতনের কিছু অংশ আটকে রাখার সঙ্গে ইপিএফও নিয়মিত টাকা জমা করা হচ্ছে না।এব্যাপারে একাধিকবার দপ্তরের আধিকারিককে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। অবিলম্বে টালবাহানা বন্ধ করে কর্মীদের বেতন সম্পূর্ণ মিটিয়ে দিক কর্তৃপক্ষ। বুধবার রায়গঞ্জ কর্ণজোড়ায় অবস্থিত বিএসএনএল (BSNL) দপ্তরের সামনে হাতে ফেস্টুন, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। বুধবার দপ্তরের আধিকারিক অরবিন্দ কুমারের ঘরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। পরবর্তীতে দপ্তরের আধিকারিকের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।