নিউজ ডেস্ক, ২০ মে : ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরে কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত ভারতীয় শিবির। শুধু এবারই প্রথমবার নয়, ২০১৪ সালে তিনি ভারতীয় দলের সাথে যুক্ত ছিলেন, সেইবার তিনি পরামর্শদাতার ভূমিকা পালন করেছিলেন। আর এবারে তিনি ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন।
জুলাই মাসে শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচের সিরিজ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। সেই সময় বিরাট কোহলি সহ অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় দলের মুখ্য কোচ রবি শাস্ত্রী সহ অন্যান্যরা থাকবেন ইংল্যান্ডে। তাই তাদের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে কোচিং এর দায়িত্ব তুলে দেয়া হবে রাহুল দ্রাবিড়কে। এর আগেও প্রাক্তন ভারতীয় অধিনায়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। অনূর্ধ্ব ১৯ এবং ইন্ডিয়া এ দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন তিনি। তাই তাকেই ভারতীয় দলের কোচ করতে আগ্রহী বিসিসিআই। পুরনো অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাকে এই স্থান দেওয়া হবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। পাশাপাশি এই সফরে রাহুল দ্রাবিড়ের সঙ্গে যেতে পারেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেট একাডেমির সহকর্মীর পাশাপাশি সাপোর্ট স্টাফেরা। মূলত জুনের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। সেখানে যাওয়ার আগে দেশে প্রথমে কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হবে ভারতীয় দলের ক্রিকেটারদের। তারপর শ্রীলঙ্কায় পৌঁছেও কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। এর মাঝেই হবে করোনা পরীক্ষা, এরপর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে তবেই খেলার ছাড়পত্র মিলবে ক্রিকেটারদের।