নিউজ ডেস্ক, ১৬ জুলাই : করোনাকালীন সময়ে ভারতে আয়োজন করা হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টের আয়োজন করা হবে আমিরশাহী ও ওমানে। স্টেডিয়াম থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে দুবাই যাচ্ছেন বোর্ডের কর্তারা।
ওমান এবং দুবাই ঘুরে দেখবেন বোর্ডের কর্তারা। পরিদর্শন শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কর্তাদের সাথে বৈঠক করবেন তারা। সেই বৈঠকে থাকতে পারেন বিভিন্ন দেশের বোর্ডের কর্মকর্তারা। উল্লেখ্য, ১৭ ই অক্টোবর থেকে ১৪ ই নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমে অনুষ্ঠিত হবে যোগ্যতা নির্ণায়ক পর্বের খেলা। বারোটি দলকে নিয়ে টুর্নামেন্ট শুরু হলেও অংশ নেবে আটটি দল। মূলপর্বে খেলবে চারটি দল। তবে করোনা আবহে টুর্নামেন্টকে সুরক্ষিত রাখতে চায় আয়োজক সংস্থা। আর যেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোর্ডের কাছে। তবে গতবছর আমিরশাহী তে আইপিএলের আয়োজন করেছে বোর্ড যে কারণে সেখানকার পরিকাঠামো সম্পর্কে অবগত রয়েছেন বোর্ডের কর্তারা। এর পাশাপাশি আইপিএল ১৪ বাকি ম্যাচ আয়োজন করা হবে আমিরশাহির মাটিতে। বোর্ডের কর্তাদের কথায়, করোনা আবহের মধ্যে অনুষ্ঠিত টুর্নামেন্টকে নিরাপদে সম্পূর্ণ করতেই এই আয়োজন করা হয়েছে। আর যেকারনে আয়োজনে কোন খামতি রাখতে চান না বোর্ডের কর্তারা।