রায়গঞ্জে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু !

রায়গঞ্জে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু !

রায়গঞ্জে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

আরসিটিভি সংবাদ : এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জের পালপাড়া এলাকায়।

মৃতা গৃহবধূর নাম সুস্মিতা দাস পাল ( ২১) । মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী তথা ভাসুরকে আটক করেছে পুলিশ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন – বালুরঘাটে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আহত এক কিশোরী সহ তিন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছ’বছর আগে ঝিটকার সুস্মিতা দাসের সাথে সুভাষগঞ্জের পালপাড়ার বাসিন্দা ছোটন পালের বিয়ে হয়। তাঁদের একটি সন্তানও রয়েছে। অভিযোগ বিয়ের পর থেকেই নানান আছিলায় গৃহবধূ সুস্মিতার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো স্বামী ছোটন সহ শ্বশুরবাড়ির লোকেরা।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত পরীক্ষার্থীর বাড়িতে জেলা প্রশাসনের আধিকারিকরা

প্রায় প্রতিদিনই ব্যাপক মারধর করা হতো ওই গৃহবধূকে৷ মৃতার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সুস্মিতাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেয় তার স্বামী সহ অন্যান্যরা। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ স্বামী ছোটন পাল, ভাসুর তথা স্থানীয় গ্রামপঞ্চায়েত তৃনমূল সদস্যা বেলী পালের স্বামী ক্ষিতু পালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ

Next Post

বুনিয়াদপুরে শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ ৩৪ জন শিশু

Fri Feb 24 , 2023
আরসিটিভি সংবাদ : শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ হল ৩৪ জন শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলা বুনিয়াদপুর পুরসভার বুনিয়াদপুর বড়াই উপজাতি কল্যাণ সমিতি আশ্রমের। জানা গেছে বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুরের একটি পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধের অনুষ্ঠানের খাবার নিয়ে আসা হয় ওই আশ্রমে। রাত্রি আটটা নাগাদ আশ্রমের সমস্ত শিশুদের খাবার দেওয়া […]
বুনিয়াদপুরে শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ

আপনার পছন্দের সংবাদ