আরসিটিভি সংবাদ : এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জের পালপাড়া এলাকায়।
মৃতা গৃহবধূর নাম সুস্মিতা দাস পাল ( ২১) । মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী তথা ভাসুরকে আটক করেছে পুলিশ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন – বালুরঘাটে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আহত এক কিশোরী সহ তিন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছ’বছর আগে ঝিটকার সুস্মিতা দাসের সাথে সুভাষগঞ্জের পালপাড়ার বাসিন্দা ছোটন পালের বিয়ে হয়। তাঁদের একটি সন্তানও রয়েছে। অভিযোগ বিয়ের পর থেকেই নানান আছিলায় গৃহবধূ সুস্মিতার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো স্বামী ছোটন সহ শ্বশুরবাড়ির লোকেরা।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত পরীক্ষার্থীর বাড়িতে জেলা প্রশাসনের আধিকারিকরা
প্রায় প্রতিদিনই ব্যাপক মারধর করা হতো ওই গৃহবধূকে৷ মৃতার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সুস্মিতাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেয় তার স্বামী সহ অন্যান্যরা। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ স্বামী ছোটন পাল, ভাসুর তথা স্থানীয় গ্রামপঞ্চায়েত তৃনমূল সদস্যা বেলী পালের স্বামী ক্ষিতু পালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ