রায়গঞ্জ, ২৮ সেপ্টেম্বর : দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান। এবার উমার বাপের বাড়ি আসার পালা। নীল আকাশে পেঁজা তুলোর মেলা আর মাঠে মাঠে কাশফুলের মাঝেই বেজে উঠেছে দেবীর আগমনী বার্তার সুর। তাই সর্বত্রই দেবী আবাহনের প্রস্তুতি চলছে চূড়ান্তভাবে। নাওয়া খাওয়া ভুলে মন্ডপ এবং দেবী প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পীরা।
উল্লেখ্য, গত বছরের ন্যায় এবছরও করোনা আবহেই দুর্গাপুজো। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জোরকদমে প্রস্তুতি চলছে দুর্গাপুজোর। রায়গঞ্জের বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম দেহশ্রী ব্যায়ামাগার ক্লাবের পুজো। এবছর এই পুজো ৬৪ তম বর্ষে পদার্পণ করলো। তবে করোনার কোপে এবছরও বাজেটে কাটছাঁট করা হয়েছে। করোনা বিধি মেনেই চলছে পুজোর প্রস্তুতিপর্ব। পাশাপাশি জোরকদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ। ক্লাবের সদস্যরা সকলে মিলে তদারকি করে পুজো প্রস্তুতির কাজ দেখাশোনা করছেন। পুজো উদ্যোক্তা দীপায়ন ঘোষ জানিয়েছেন, গ্রাম্য পরিবেশের ওপর এবছর নির্মাণ করা হচ্ছে পুজো মন্ডপ। প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন স্থানীয় শিল্পীরাই। প্রতিমায় ফুটিয়ে তোলা হচ্ছে সাবেকিয়ানা। পাশাপাশি পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের জন্য রয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। শুধু এখানেই থেমে থাকেননি পুজো উদ্যোক্তারা। করোনা আবহে অনুষ্ঠিত এবারের পুজো উপলক্ষে নানান জনকল্যাণমুখি কর্মসুচী নেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পুজোমণ্ডপে আসা দর্শনার্থীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে।