করোনা সতর্কতা মেনেই পুজোর উদ্বোধন করা হল ইটাহারে

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২৩ অক্টোবর :   করোনা সতর্কতা মেনে ইটাহার উল্কা ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করা হল ইটাহারে। ইটাহার উল্কা ক্লাবের পুজো এবারে ৫৪ তম বর্ষ, মণ্ডপ তৈরী করা হয়েছে তিরুপতি মন্দিরের আদলে। বৃহস্পতিবার মহাষষ্ঠীর সন্ধ্যায় ইটাহারের বিধায়ক তথা পূজা কমিটির সম্পাদক অমল আচার্য্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন উল্কা ক্লাবের দুর্গাপুজোর।

পাশাপাশি নিজে হাতে ডাক বাজিয়ে দুর্গা মায়ের সামনে আরতি সহকারে নিবেদন জানান অমলবাবু। বিধায়ক অমল আচার্য্য বলেন, এবছর ছোট আকারে পূজা করার আয়োজন করা হয়েছে করোনা মোকাবিলায়। তবে সরকারি নিয়ম রীতি মেনে পুজোর আয়োজন করা হয়েছে। তবে ছোট আকারে পুজো করা হলেও সাধারণ মানুষের মন জয় করবে এই পুজো। পাশাপাশি ইটাহারের বিগ বাজেটের পুজাগুলির মধ্যে অন্যতম ইটাহার ভদ্রশিলা বিচিত্রা ক্লাবের দুর্গাপুজো। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই পুজোর উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব সভাপতি তথা পুজা কমিটির সভাপতি গৌতম পাল এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল। এদিনের কর্মসূচীতে ক্লাব সম্পাদক ধনঞ্জয় পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানান, করোনা আবহে সরকারী নির্দেশিকা মেনে সাধারণ মানুষকে আনন্দ মুখর করতে আয়োজন করা হয়েছে পুজোর।

Next Post

শারদোৎসব কে নির্বিঘ্ন রাখতে তৎপর রায়গঞ্জ থানার পুলিশ

Fri Oct 23 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৩ অক্টোবর :  দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। পুজোর সময় যে কোন ধরনের অপরাধমূলক কাজ রুখতে শহরের বিভিন্ন প্রান্তে মহাষষ্ঠীর রাতে অভিযান চালান রায়গঞ্জ থানার পুলিশকর্মীরা। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশি তৎপরতার ছবি ধরা পরে। এছাড়াও শহরের ঘড়ি […]

আপনার পছন্দের সংবাদ