নিজস্ব সংবাদদাতা , গাজোল , ২২ অক্টোবর : করোনা আবহের মধ্যেই উপস্থিত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রত্যেকটি পুজো কমিটি বাজেটে কমিয়ে পুজোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সংক্রমণ রোধে ও মানুষকে সচেতন করতে বিভিন্ন ভাবে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করছেন পুজো উদ্যোক্তারা।
করোনা সংক্রমন রোধে বিভিন্ন সরকারী বিধিনিষেধ মেনে দুর্গাপুজো করার নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। মালদা জেলার সমস্ত পুজো কমিটি গুলি ঠিকমতো সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে পুজো করছে কিনা তা খতিয়ে দেখতে পুজোর প্রাক মুহূর্তে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। বৃহস্পতিবার মালদা জেলার গাজোল ব্লকের সমস্ত পুজো মন্ডপ খতিয়ে দেখেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া। এদিন গাজোল ব্লকের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করার পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলেন প্রশাসনিক কর্তারা। এদিনের এই কর্মসূচিতে পুলিশ সুপার অলোক রাজরিয়া ছাড়াও উপস্থিত ছিলেন গাজোল থানার ভারপ্রাপ্ত আধিকারিক হারাধন দেব, গাজোল চক্রের সি আই হিরণময় হোর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।