ষষ্ঠী থেকে শুরু দেবী দূর্গার আরাধনা, ষষ্ঠীর রয়েছে বিশেষ তাৎপর্যতা

নিউজ ডেস্ক , ২২ অক্টোবর :   বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর তার মধ্যে অন্যতম দুর্গাপুজো৷ দুর্গোপুজো ঘিরে আপামর বাঙালির আনন্দ ও উন্মাদনা থাকে বাঁধনছাড়া। ষষ্ঠী থেকে শুরু হয় উমার আরাধনা। এই দিনটিকে দুর্গা ষষ্ঠী বা মহাষষ্ঠী বলা হয়। এই দিনে দেবী দুর্গা কৈলাশের যাত্রা শেষ করে মর্ত্যে আগমন করেন।

ষষ্ঠী হলো কোনো চান্দ্র মাসের ষষ্ঠ দিন। এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ মহিলাদের কাছে। এই দিনটিকে বিশেষ করে মহিলারা বংশধর ও সন্তানদের কল্যাণে প্রার্থনা করেন। দেবী দূর্গাকে যেহেতু গোটা বিশ্বের মাতা বলা হয় তাই দুর্গাষষ্ঠী দিনটি মায়েদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এইদিন মহিলারা সন্তানের মঙ্গল কামনায় উপোস করে দেবী দূর্গার উদ্দেশ্যে অঞ্জলি দেন। এই বিশেষ দিনে তারা আমিষ খাদ্য ও চাল খাওয়া থেকে বিরত থাকেন। দিনটি শুরু হয় দেবীর মুখ উন্মোচন করে। এরপর শুরু হয় দেবী দুর্গার বোধন প্রক্রিয়া। সেইসঙ্গে পূর্ণ আড়ম্বর ও জাঁকজমকের সঙ্গে শুরু হয়ে যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।

Next Post

জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা ইটাহারে

Thu Oct 22 , 2020
নিজস্ব সংবাদদাতা ,  ইটাহার , ২২ অক্টোবর :  ইটাহার গ্রাম পঞ্চায়েতের সি পি আই পার্টির পঞ্চায়েত সদস্য সুদীপ্ত দাসের উদ্যোগে এবং পঞ্চায়েত দপ্তরের প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে সাধারণ মানুষের সুবিধার্থে দুটি বিশুদ্ধ পানীয় জলের স্টোরেজ ট্যাঙ্ক, শ্মশানঘাটের যাত্রী প্রতীক্ষালয় এবং গভীর নলকূপ উদ্বোধন করা হল ইটাহারে। বৃহস্পতিবার খামরুয়া সংসদে […]

আপনার পছন্দের সংবাদ