নিউজ ডেস্ক , ২২ অক্টোবর : বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর তার মধ্যে অন্যতম দুর্গাপুজো৷ দুর্গোপুজো ঘিরে আপামর বাঙালির আনন্দ ও উন্মাদনা থাকে বাঁধনছাড়া। ষষ্ঠী থেকে শুরু হয় উমার আরাধনা। এই দিনটিকে দুর্গা ষষ্ঠী বা মহাষষ্ঠী বলা হয়। এই দিনে দেবী দুর্গা কৈলাশের যাত্রা শেষ করে মর্ত্যে আগমন করেন।
ষষ্ঠী হলো কোনো চান্দ্র মাসের ষষ্ঠ দিন। এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ মহিলাদের কাছে। এই দিনটিকে বিশেষ করে মহিলারা বংশধর ও সন্তানদের কল্যাণে প্রার্থনা করেন। দেবী দূর্গাকে যেহেতু গোটা বিশ্বের মাতা বলা হয় তাই দুর্গাষষ্ঠী দিনটি মায়েদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এইদিন মহিলারা সন্তানের মঙ্গল কামনায় উপোস করে দেবী দূর্গার উদ্দেশ্যে অঞ্জলি দেন। এই বিশেষ দিনে তারা আমিষ খাদ্য ও চাল খাওয়া থেকে বিরত থাকেন। দিনটি শুরু হয় দেবীর মুখ উন্মোচন করে। এরপর শুরু হয় দেবী দুর্গার বোধন প্রক্রিয়া। সেইসঙ্গে পূর্ণ আড়ম্বর ও জাঁকজমকের সঙ্গে শুরু হয়ে যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।