
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৩০ মে : মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকা৷ রবিবার সকালে রোদ উঠলেও বেলা বাড়তেই আকাশের মুখ ক্রমশ ভার হয়ে আসে।
নামে মুষলধারে বৃষ্টি। দফায় দফায় প্রায় ভারী বৃষ্টি হয় রায়গঞ্জে। ফলে রায়গঞ্জ শহরের একাধিক এলাকায় জল জমে যায়৷ বেলা সাড়ে দশটা নাগাদ প্রথম এক দফায় মাঝারি বৃষ্টি হয়৷ সেই বৃষ্টির জলেই জলমগ্ন হয়ে যায় রায়গঞ্জ শহরের একাধিক এলাকা৷ পরে আবার ভারী বৃষ্টির জেরে কোথায় হাঁটু জল জমে যায়। উল্লেখ্য বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে রাজ্যের দক্ষিণ বঙ্গের সুমদ্র উপকূলবর্তী এলাকায় কার্যত ধ্বংসের চেহারা নিয়েছে। সেই ঝড় প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলেও রবিবার বৃষ্টির কোনো আভাস প্রায় ছিল না বললেই চলে। সকালের আবহাওয়া ছিল প্রায় অনূকূল৷ কিন্তু বেলা বাড়তেই আকাশ কালো মেঘে ঢেকে যায়৷ জলমগ্ন হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। কেউ বাজারঘাটে কেউ কাজে বেরিয়ে ভিজে যান। ফলে দুর্ভোগ পোহাতে হল তাদের।
