নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৭ অক্টোবর : বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল সোমবার। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা এলাকায়। যদিও মৃতার পরিবারের দাবি আত্মহত্যা নয়, স্বামী শ্বাসরোধ করে খুন করেছে ওই গৃহবধূকে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম আদুরী মহালদার(২০)। তার স্বামীর নাম সমীর মন্ডল। সে পেশায় শ্রমিক। সোমবার বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় বছরখানেক আগে বিহারের আমদাবাদ থানার দিল্লি দেবনগঞ্জ এলাকার মেয়ে আদুরীর বিয়ে হয় হরতালে এলাকার বাসিন্দা সমীর মণ্ডলের সাথে। বিয়ের প্রথম কয়েকটা মাস সবকিছু ঠিকঠাক চলছিল। তবে সম্প্রতি স্বামীর চাওয়া-পাওয়া বাড়তে থাকে। পরিবারের অভিযোগ, স্বামী মদ ও জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়েছিল। এই নিয়ে বেশ কয়েকবার দুই পরিবার বসে আলোচনাও করে। কিন্তু এতেও বদলে যায়নি পরিস্থিতি। তারপরও এসবের পুনরাবৃত্তি করছিলো সমীর। দূর্গাপুজো চলাকালীন সময়ে জুয়াতে বেশ কিছু টাকাও হেরে যায় সমীর। আর এই সমস্ত ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরমে ওঠে। বিজয়া দশমীর দিন সোমবার স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। অপরদিকে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরিবারের অভিযোগ, তার স্বামী শ্বাসরোধ করে খুন করেছে তাকে। যদিও মঙ্গলবার সকালে সমস্ত বিষয়টি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করতে পৌঁছায় মানিকচক ব্লকের বিডিও জয় আমেদ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। অপরদিকে মানিকচক থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে মৃত্যুর প্রকৃত কারণ।