উত্তরপত্র পুনর্মূল্যায়ণে মেধা তালিকায় স্থান পেলো চাঁচলের ছাত্রী

উত্তরপত্র পুনর্মূল্যায়ণে মেধা তালিকায় স্থান পেলো চাঁচলের ছাত্রী

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২২ অক্টোবর :  পুনর্মূল্যায়ণের পর মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল চাঁচলের আদর্শপল্লীর বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী রোজা পারভীন। এবারের মাধ্যমিক ৬৮১ নম্বর পায় সে। মাত্র দু নম্বরের জন্য মেধা তালিকায় নাম আসেনি তার। ইংরেজি ও ইতিহাসে আশানুরূপ ফল না পাওয়ায় পুনর্মূল্যায়ণের আবেদন করে সে।

বুধবার পর্ষদ সেই ফল প্রকাশ করেছে। ইংরেজি ও ইতিহাস দুটি বিষয়ে ৩ নম্বর করে বেড়ে তার মোট নম্বর দাঁড়িয়েছে ৬৮৭তে।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, নম্বর বেড়ে যাওয়ায় মেধা তালিকায় রাজ্যে ষষ্ঠ্য স্থান অধিকার করেছে রোজা। এছাড়া মালদহ জেলাতে তার প্রাপ্ত নম্বরই সর্বোচ্চ।রোজার বাড়ি চাঁচলের আদর্শপল্লীতে। সে হরিশ্চন্দ্রপুরের চন্ডীপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেয়।তার বাবা আনসার আলি চন্ডীপুর স্কুলেই শিক্ষকতা করেন। মা মাসুমা পারভীন গৃহবধূ। ছোটবেলা থেকেই মহাকাশের প্রতি তার অসীম আগ্রহ। সেকারণে ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশুনা করতে চায় রোজা।মেধা তালিকায় স্থান পাওয়ায় রোজা ও তার পরিবারের পাশাপাশি স্কুল তো বটেই, মহকুমাজুড়েই খুশির আবহ তৈরি হয়েছে।

Next Post

অসুরের ভূমিকায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

Fri Oct 23 , 2020
নিউজ ডেস্ক, ২৩ অক্টোবর :    লাদাখ ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে সীমান্ত। তার আঁচ এসে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন চীনা অ্যাপ। এবারে বাঙালির দুর্গাপুজোতে তার রেশ এসে পড়ল। এবারের দুর্গাপুজোয় অসুর করা হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। এই ঘটনায় শোরগোল পরে গিয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের পুজো […]

আপনার পছন্দের সংবাদ